পাইকগাছা পৌরসভার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশঃ ২০২৩-০২-০৭ - ১৪:১০

পাইকগাছা অফিস : বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পাইকগাছা পৌরসভার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে পহেলা ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি টানা ৬ দিন পৌর ভবন, চত্বরে ছিল সুসজ্জিত আলোকসজ্জায় সজ্জিত।

খেলাধুলার বিভিন্ন টুর্নামেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার কর্মসূচির শেষ দিনে কেককাঁটা, আলোচনা সভা ও ফুটবল মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, ওসি জিয়াউর রহমান, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রঞ্জু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, পৌরসভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোস্তফা কামাল জাহাঙ্গীর, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, আলাউদ্দীন গাজী, অহেদ আলী গাজী, আব্দুল গফফার মোড়ল, রবি শংকর মন্ডল, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ইমরান সরদার, এসএম ইমদাদুল হক, আসমা আহমেদ, রাফেজা খানম, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হাদিসুজ্জামান, উপজেলা কমিউনিটি পুলিশিং ইউনিটের সভাপতি দাউদ শরীফ, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপক সজিব শেখ। উপস্থিত ছিলেন, পৌরসভা প্রকৌশলী নূর মোহম্মদ, পৌর কর্মকর্তা উত্তম কুমার ঘোষ, মৃনাল কান্তি সানা, জিএম রফিকুল ইসলাম, হেমেন্দ্রনাথ গাইন, দেবব্রত রায়, অনিল মন্ডল, ইউপি সদস্য মামুন, ফাতেমা, নাজমা কামাল প্রমুখ। উল্লেখ্য, ১৯৯৭ সালের পহেলা ফেব্রুয়ারি পাইকগাছা পৌরসভা প্রতিষ্ঠিত হয়।