পাইকগাছা পৌরসভা মার্কেটে ছাদ ঝুঁকিপূর্ণ

প্রকাশঃ ২০২২-০৭-২৪ - ২৩:০৬

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা শিবসা নদীর তীরে পৌরসভা মার্কেটে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্যবসায়ীরা ঝুঁকি নিয়ে ব্যবসা পরিচালনা করছে।ছাদভেঙ্গে জানমালের ক্ষয়ক্ষতির সম্ভবনা রয়েছে শনিবার সকালে ওই মার্কটের রাস্তার পাশের ছাদ ভেঙ্গে মটর সাইকেলের উপর পড়লে মটরসাইকেল ভেঙ্গে যায়। আহত হন আজিবর রহমান নামে এক ক্রেতা। দোকান মালিক সহ ক্রেতা সাধারণ মার্কেটটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
জানাগেছে, পৌর সদরেরর পেরিফেরী জায়গায় গড়ে তুলেছেন পৌরসভা মার্কট। শিবসা নদির পাশে সাবেক সংসদ সদস্য নুরুল হক মার্কটি নির্মান করে দেন। দীর্ঘ ২০ বছরেও সংস্কার হয়নি বলে জানান চা ব্যবসায়ী মোস্তফা গাজী। মার্কটি পরিত্যক্ত ঘোষানা করে নতুন করে মার্কেটের জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন ব্যবসায়ী মহল। মার্কেটের ব্যবসায়ী কামরুল শেখ জানান, ওই বাজরে আমার একটি ঘর রয়েছে। ঘরটি এতই ঝুঁকিপূর্ণ যে সেখানে আমি ব্যবসা করতে পরিনা। ওই ঘরে মালামালের গোডাউন করেছি। গোডাউন থেকে মালামাল আনার সময় ভয় করে কখন ভেঙ্গে পড়ে। আরেক ঘরমালিক ঠাকুরদাশ মন্ডল জানান, আমি দীর্ঘ ২০ বছর ধরে এই বাজারে ব্যবসা করছি। কিন্তু ৫ বছর ধরে এই মার্কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেকবার মেয়র ও কাউন্সিলকে বলেছি কিন্তু তারা গুরুত্ব দেয়না। সংশ্লিষ্ট কাউন্সিলর সরদার ইমরান হোসেন বলেন, এ বছর আমি নতুন পাশ করেছি। তার পরেও খুব দ্রুত ঝুলন্ত ছাদটি ভেঙ্গে ফেলবো এবং ঝুঁকিপূর্ণ ছাদ সংস্কার করবো। পাইকগাছা পৌরসভা মেয়র সেলিম জাহাঙ্গীর জানান, মার্কটি ঝুঁকিপূর্ণ রয়েছে স্বীকার করে বলেন খুব তাড়াতাড়ি মার্কেটটি সংস্কার করা হবে।