পাইকগাছা প্রতিনিধিঃ “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ”-মুজিব জন্মশতবর্ষ উৎযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার লতা ইউনিয়নের আবাসন প্রকল্পের ৬৬ পরিবারের মাঝে বিনামূল্যে বিদ্যুুৎ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় আবাসন প্রকল্পের সভাপতি জলিল গাজী’র সভাপতিত্বে বিদ্যুৎ সামগ্রী প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন, লতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য আলমগীর খলিফা, ইউনিয়ন আ’লীগের সদস্য দিলীপ রায়, মদন মহন মন্ডল, আজিজ সরদার, আশুতোষ মন্ডল, সুবোধ সরদার, জগবন্ধু সরকার, হরিচাঁদ শিকারী, উত্তম মন্ডল, পরিমল মন্ডল, লিটন গাজী, মিজান সানা, অমৃত সরদারসহ প্রমূখ।