পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশঃ ২০১৯-০৫-২৪ - ১১:৫৫

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জ্বরে আক্রান্ত ৭ম শ্রেণি পড়ুয়া শুভ নামে ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় বহিরাগত কিছু লোক শুভ’র মৃত্যুতে বিক্ষুব্ধ হয়ে লাঠিশোটা নিয়ে হাসপাতাল এলাকার পরিবেশ অশান্ত করার চেষ্টা করে। সংবাদ পেয়ে ওসি এমদাদুল হক শেখের নেতৃত্বে থানাপুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সে উপজেলার রাড়ুলী ইউপির আরজি ভবানী পুরের আঃ ছালাম মিস্ত্রীর এক মাত্র ছেলে ও শহীদ কামরুল মেমোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। ঘন ঘন বমি ও প্রচন্ড জ্বরে আক্রান্ত শুভকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর ৬টা ১১মিনিটে তার মাকে ২ বার ছালাম দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরিবারের অভিযোগ, কর্তব্য চিকিৎসক সুজন কুমার সরকার ও নার্সদের অবহেলায় তার মৃত্যু হয়েছে। শুভর মা শাহিদা বেগমের অভিযোগ মৃত্যুর পুর্বে ছেলের শারিরিক অবস্থা খারাপ দেখে বার- বার ডাকা সত্বেও নার্স ও ডাক্তার গুরুত্ব দেয়নি। কর্তব্যরত চিকিৎসক সুজন বলেন, হাসপাতালে ভর্তির পর শুভকে যথাযথভাবে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তবে মেনিনজাইটিস বা এনক্যাফালাইটিস অথবা সেফটিসেমিয়া রোগে আক্রান্ত হতে পারে। ৪/৫ দিন যাবৎ বাড়ীতে চিকিৎসা নেওয়ায় তার শারীরিক অবস্থা জটিল আকার হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মারুফ হোসেন বলেন, মৃত্যুর পিছনে নার্স ও ডাক্তারের কতটুকু অবহেলা রয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।