পাইকগাছা হাসপাতালে যাতয়াতের রাস্তার বেহাল দশা

প্রকাশঃ ২০২২-০৭-২০ - ২৩:৫৯

পাইকগাছা : পাইকগাছা পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালে আসা যাওয়ার জন্য প্রধান দুটি সড়ক। যার একটি কালী বাড়ি বট তলা হয়ে ও অন্যটি পশু পাসপাতালের পার্শ্ব দিয়ে। তবে দীর্ঘদিন রাস্তা দুটি সংস্কার না করায় তা চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। তাছাড়া রাস্তা দুটির কোন ফুটপথ নেই। সম্পূর্ণ রাস্তা দিয়ে দুটি ভ্যান ক্রস করতে হীমসীম খায়। এরপর পিচের রাস্তার পিচ ও খোয়া বা কুচি পাথর খুলে | রাস্তা দুটি ছোট বড় খানা খন্দকে পরিণত হয়েছে। সে কারণে রোগী আনা নেওয়ার জন্য সাধারণ জনগণের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। ভ্যানে বা অন্য যে কোন যানবাহনে বসে অসুস্থ মানুষ তো দূরের কথা সুস্থ্য মানুষও চলাচল করতে পেটে বা মাজায় ব্যথা পাচ্ছে। গর্ভবতী | মহিলারা অসুস্থ হয়ে হাসপাতালে আসার পথে রাস্তার ঝাঁকুনিতে ডেলিভারী হতেও শোনা গেছে। তাই অনেক পথচারী রশিকতা করে বলছেন ‘হাসপাতালের সড়কটি “ডেলিভারী” সড়কে পরিণত হয়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ প্রয়োজন।