পাকিস্তানে করোনাভাইরাসের মোকাবিলায় শুরু থেকেই কাজ করে যাচ্ছেন আফ্রিদি। নিজ ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষদের সাহায্য করেছেন। একই সঙ্গে দুর্গম এলাকায় নিজের হাতে খাবারের বস্তা বই বিলিয়েছেন। মানুষের জন্য কাজ করতে করতে এবার তিনি নিজেই আক্রান্ত হলেন করোনায়। টুইটারের মাধ্যমে সবার দোয়া প্রার্থনা করেছেন আফ্রিদি। পাকিস্তানের আরও বেশ কয়েকজন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন সাবেক ক্রিকেটার রিয়াজ শেখ ও জাফর সরফরাজ।
আন্তর্জাতিক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। কোভিড নাইনটিনে পজিটিভ হওয়ার খবর নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে নিশ্চিত করেছেন তিনি।