আর্ন্তজাতিকঃ সরকারি বিধিনিষেধ লঙ্ঘন করে মার্চ মাসে বার্ষিক সভা করে তাবলিগি জামাত৷ যে কোনও জামায়াতে করোনার প্রভাব পড়তে পারে, এই আশঙ্কা প্রকাশ করেছিল সরকার৷ কিন্তু তারপরও নিজেদের সিদ্ধান্তে অটল ছিল এই সংগঠন৷
পাকিস্তানের লাহোরের রায়ওয়ান্দে সঙ্গবদ্ধ হন বিপুল সংখ্যক তাবলিগি সমর্থক৷ ৫দিনের এই সমাবেশের বিভিন্ন দেশ থেকে এসছিলেন ভক্তরা৷ সেই ভিড় থেকে হুহু করে ছড়িয়ে পরে করোনা সংক্রমণ৷
জমায়তে সামিল হওয়া প্রায় ১১হাজার সমর্থক করোনায় আক্রান্ত, জানিয়েছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের স্বাস্থ্য দফতর৷ অনেককে আগে থেকেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে৷ তারমধ্যে করোনায় মৃত্যু হল মৌলানা সুহেব রুমির৷ তিনি তাবলিগি জামাতের ফয়সলাবাদ শাখার প্রধান৷ বয়স হয়েছিল ৬৯ বছর৷ মৃত মৌলানার পরিবারের ৫ সদস্যও করোনায় আক্রান্ত৷ তাদের ফয়সলাবাদের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে৷ পাকিস্তান সরকারের আশঙ্কা যে এই জমায়তে হাজির হওয়া দেশ-বিদেশের সমর্থদের মধ্যেও করোনার মারণ জীবাণু বাসা বাঁধতে পারে৷