পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হবিবুল ইসলাম হাবিব বলেছেনে, আগামীতে কোন হিন্দু ধর্মালম্বীদের উপর কোন আঘাত আসলে আমি সামনে থেকে তা প্রতিহত করব। আপনারা আগামীতে আমাকে ভোট না দিলেও আমি আপনাদের পাশে থাকবো। মঙ্গলবার (১ অক্বোবার) দুপুরে সাতক্ষীরা তালা উপজেলায় আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সনাতন দর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পাটকেলঘাটায় আজিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, শেখ হাসিনার গাড়ি বহরের হামলায় সাজানো মামলায় জেলে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ৭০ বছরের কারাদন্ডাদেশ মাথায় নিয়ে বিনা চিকিৎসায় কারাগারে প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনেছি। কিন্তু ছাত্রজনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগষ্ট পুনর্জন্ম লাভ করেছি। তিনি আরো বলেন, দেশে সংখ্যা লঘু বলে কিছু নাই। বরং যারা এ ধরনের কথা বলে ও অত্যাচারের চেষ্টা করে তারাই সংখ্যালঘু। সকল ধর্মের লোকের সাথে আমরা সম্পৃতি বজায় রেখে বসবাস করতে চায়। তিনি তালা উপজেরা ১২টি ইউনিয়নের সনাতন দর্মালম্বীরা যাতে তাদের পূজা নির্বিগ্নে পূজা পার্বন করতে পারে তার জন্য দলীয় নোতকর্মীদের কাজ করে যাওয়ার কথা বলেছেন। বন্যায় দূর্গত এলাকায় লোকদের সাহায্যের আশ্বাস দিয়েছেন। বিগত আ’লীগের শ্বাসণ আমলে আমার উপর যে নির্যাতন চালানো হয়েছে এমনকি মধ্যযুগিয় বর্বরতা মতো ৭০ বছরের জেল দেয়া হয়েছিল। তালা বাসী আমার সকল দুঃখে পাশে থাকায় আপনাদের কথা আমি কোনদিন ভুলতে পারব না। তিনি আবেগ বশত বলেন, তালার মাটিতে যেন আমার মৃত্যু হয়। তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদারের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, রামকৃষ্ণ চক্রবর্তী প্রমুখ।