পাটকেলঘাটায় অপ্রতিরোধ্য চোর সিন্ডিকেট

প্রকাশঃ ২০১৮-০১-১৭ - ২১:৩৬

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে চোর সিন্ডিকেট সদস্যরা। থানা সদর সহ বিভিন্ন এলাকায় প্রায় চুরির ঘটনা ঘটছে। চোর আতংক বিরাজ করছে এলাকাবাসী, ব্যাবসায়ীসহ সকল পেশা শ্রেণীর মানুষের মধ্যে। রীতিমত প্রশাসনের উপর চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিনব কায়দায় চুরি সংগঠিত করে যাচ্ছে। বিগত ১ মাসে ছোট বড় দিয়ে প্রায় ৪০টির বেশী চুরির ঘটনা ঘটেছে। তবে মোটরসাইকেল চোর চক্রটি সাধারন মানুষের বেশী মাথা ব্যাথার কারন হয়ে দাাঁড়িয়েছে। ১ মাসে পাটকেলঘাটা সদরেই ৮টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এছাড়া সাইকেল তো আছে। এমনটি বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অগ্রণী ব্যাংকের সামনে থেকে স্কুল পড়–য়া মাসুম হোসেনের বাই সাইকেলটি চুরি হয়ে যায়। এছাড়া ছিচকে চোরের তো এলাকায় অভাব নেই। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও চুরি থামছে না। প্রশাসন চোর সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে পদক্ষেপ নিলেও মূলত কোন কাজে আসছে না। পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ীরা চুরি আতংকে ভুগছে। এছাড়া আবাসিক এলাকাগুলো নিরাপত্তার অভাবে রাত জেগে পাহারা দিচ্ছে। তাছাড়া বেশকয়েকটি গ্রামে পালাক্রমে কমিটি করে রাত জেগে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ ধরনের কাজে থানা প্রশাসন সর্বাত্বক সহযোগীতা করে চলেছে। সংশ্লিষ্ঠ প্রশাসনের কাজে সচেতন মহলের দাবী যাতে দ্রুতই চোর সিন্ডিকেট চক্রকে ধরে আইনের মাধ্যমে কঠোর শান্তির ব্যবস্থা করা হয়।