পাটকেলঘাটা প্রতিনিধি : খুলনা সাতক্ষীরা মহাসড়কে পাটকেলঘাটা টু সাতক্ষীরা পর্যন্ত র্দীর্ঘ ১২ কিলোমিটার সড়কে শতাধিক মাহেন্দ্র রেজিঃ বিহীন ভাবে চলাচল করছে। এতে করে বড় অংকের রাজস্ব থেকে বঞ্ছিত হচ্ছে সরকার। এব্যাপারে মাথা ব্যথা নেই কোন কতৃপক্ষের। এমন কি মহেন্দ্র চালানো ড্রাইভইদের নেই কোন ড্রাইভিং লাইসেন্স। বিশ্বস্ত সূএে জানা গেছে রেজিঃ বিহীন একাধিক মহেন্দ্র রাস্তার উপর চলাচল করায় নিত্য নতুন দূর্ঘটনা অপরিসীম। এছাড়া পাটকেলঘাটা ওভার ব্রীজের উপর গ্যারেজ বানিয়ে সব সময় ২৫/৩০ টি মহেন্দ্র রাস্তার দু পাশে ভিড় করে রাখতে দেখা যায়। ভ্যান, সাইকেল, মোটর সাইকেল, ইজি বাইক,মোটর ভ্যান, ইঞ্জিন্ভ্যান , সহ বিভিন্ন ধরনের যানবাহন র্দীঘক্ষন দাড়িয়ে থাকতে দেখা যায়। মহেন্দ্র ড্রাইভাররা বেপরোয়া গতিতে তাদের গাড়ি চালায় দ্রুত সিরিয়াল পাওয়ার জন্য। যে যত দ্রুত ড্রাইভিং করতে পারে তার সিরিয়াল আগে হয়। কয়েকজন ভাড়ায় চালিত মোটর সাইকেল মালিক এ প্রতিবেদককে বলেন আমরা কি অন্যায় করছি। আমাদের ৪০/৫০ হাজার টাকার মোটর সাইকেলের কাগজ করতে লাগে ২০/২৫ হাজার টাকা। কিন্তু ৫/৬ লক্ষ টাকার মহেন্দ্র ক্রয় করে মালিকরা মহেন্দ্রর কোন রেজিঃ করছেনা। তারা আবার রাস্তা এবং ওভার ব্রিজের পুরা জায়গাটাই দখল করে আছে। এলাকাবাসীর প্রশ্ন কিভাবে রেজিঃবিহীন মহেন্দ্র গাড়ী হাইওয়ে রোডে চলতে পারে। এ বিষয়ে কথা হয় সাতক্ষীরা বি,আর,টি,এর প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী সাথে তিনি যানান, রেজিঃবিহীন মহেন্দ্র গাড়ী হাইওয়ে রোডে চালানো আইনত দন্ডনীয় অপরাধ সরকার রাজস্ব থেকে বঞ্চিত খুব দ্রুত কার্যকরী ব্যবস্তা নেওয়া হবে। পাটকেলঘাটা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান,রেজিঃবিহীন মহেন্দ্র তো সারা বাংলাদেশে চলে আসছে তবে বি,আর,টি থেকে যদি আমাদের পদক্ষেপ নিতে বলেন তাহলে ব্যবস্তা নেওয়া হবে।