পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটার ভারসায় রাতের আঁধারে দখলীয় সম্পত্তি পাটখড়ি দিয়ে দায়সারা ঘর নির্মাণ করে জবর-দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মাহমুদা খাতুন বেদখলীয় জমি উদ্ধারে মানুষের দ্বারে-দ্বারে ঘুরছে।
ভুক্তভোগী জানান, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার ভারসা গ্রামে মৃত করিম বক্সের ছেলে মৃত সালাউদ্দিন পৈত্রিক সম্পত্তির অংশিদার বোন রাশিদা খাতুনের কাছ থেকে ৬ শতকসহ বিভিন্ন দাগ থেকে তার প্রাপ্ত ২৩ শতক সম্পত্তি ৯২২/১২ নং দলিল মূলে ক্রয় করে। গত ২০১২ সালের ২ সেপ্টেম্বর হতে ভোগদখল করে আসছিল। গত শুক্রবার রাত আনুমানিক ২টার সময় রমজান, নাজমুল, শাহিনুর, শহিদুলসহ ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক ঘর নির্মাণ করতে থাকলে ভুক্তভোগী ৯৯৯-এ ফোন করলে পাটকেলঘাটা থানার ডিউটি অফিসার এ এস আই হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ভুক্তভোগীকে নিরাপত্তার কারণে ঘরের বাইরে থাকতে নিষেধ করেন। জমি দখলের বিষয়ে রমজান আলি ও তার ছেলে এই প্রতিনিধিকে জানান, আমরা জমি ক্রয় করেছি তাই দখল নিয়েছি। এ বিষয়ে এ এস আই হান্নান এই প্রতিনিধিকে জানান, আমি ঘটনাস্থলে যেয়ে কাউকে না পেয়ে নিরাপত্তার কারণে তাদেরকে ঘরে থাকার পরামর্শ দেই।