পাবনা প্রতিনিধিঃ পাবনার সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামে আব্দুল আলীম (৩০) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলিম ওই গ্রামের আবু বক্কারের ছেলে ও পাবনা ইসলামিয়া কলেজে মানবিক বিভাগের দ্বীতিয় বর্ষের ছাত্র। মঙ্গলবার মধ্যরাতে তাকে হত্যা করা হয় ।
থানা ও পারিবারিক সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আলীম বাড়ির পাশে জালছা শুনতে যায়। রাতে একবার বাড়ি এসে ওর বাবাকে কিছু খাবারও কিনে দিয়ে যায়। ভোরে পরিবারের লোকজন জানতে পারে আলিম বাড়ি ফিরে নাই। সারারাত ব্যাপী জালছা হওয়ায় পরিবারের লোকজন ভেবেছিল হয়তো আসবে। কিন্তু এরপর আর ফিরে আসেনি। বুধবার সকালে এলাকাবাসী পয়দা মাঠে আলিমের গলাকাটা লাশ দেখে তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। আলিমের বোন শাহানা জানায়, আমার ভাই খুব নিরীহ প্রকৃতির ছেলে। সে কোন অন্যায় কাজ করে না। গরীব পরিবারের সন্তান হওয়ায় সে পার-টাইম সেলুনের কাজ করে নিজের পড়াশুনার খরচ চালাত । ঘটনার দিনও সে পয়দা বাজারে সাইদুলের সেলুনের দোকানে কাজ করেছে। স্থানীয়রা জানায়, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ব্যাপারে পাবনা সদর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি খতিয়ে দেখছি আমরা। ঘটনা তদন্তে এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ রিপোটর্ লেখা পর্যন্ত আলিমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।