কুষ্টিয়া : ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ’র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রেনের ভিতর এবং স্টেশনের পাবলিক প্লেসে, টিকিট কাউন্টারের সামনে লাইনে দাড়িয়ে কেউ যেন ধূমপান না করে সে ব্যাপারে ভূমিকা রাখা সবার দায়িত্ব এরপরও পুলিশের দায়িত্ব বেশি। পরোক্ষ ধূমপানের ক্ষতি হতে অধূমপায়ীদের রক্ষা করার জন্য স্বাস্থ্য সুরক্ষায় আইনটি বাস্তবায়নে উৎসাহিত করতে গতকাল বিকালে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মীর মো: মনিরুল ইসলাম ও থানার অন্যান্য পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন সাফ’র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক। আইনটি বাস্তবায়নে সবাই আন্তরিকতার সাথে একমত পোষণ করেন। আলোচনা শেষে নোস্মোকিং সাইনেজ লাগানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: ইমরান হোসেন।