পাহাড়ে সম্প্রীতি বিনষ্ট করেছে জিয়াউর রহমান: তথ্যমন্ত্রী

প্রকাশঃ ২০২৩-০৩-১২ - ১৭:৩০

ইউনিক ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাহাড়-সমতলে আমুল পরিবর্তন হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির পলাতক নেতা তারেক রহমান দেশের পরিবর্তন সহ্য করতে পারছেনা। খালেদা জিয়ার অন্তর জ্বলে যাচ্ছে, আর মির্জা ফখরুল বকবক করছে।

শনিবার দুপুরের দিকে খাগড়াছড়ি সরকারী কলেজ মাঠে সরকারী কলেজ মাঠে জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

১০ ডিসেম্বর সরকারকে দড়ি ধরে টান দিতে হবে মির্জা ফখরুলের এমন হুঙ্কারের উদ্বৃত করে তিনি বলেন, সরকারকে দড়ি ধরে টান দিতে গিয়ে তারা চিৎপটাং হয়ে গেছে। এরপর দড়ি ধরে টান দিলে, দড়ি ছিঁড়ে হামাগুড়ি দিতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। আওয়ামী লীগ কৃষক-শ্রমিকের দল। আওয়ামী লীগ রাজপথ থেকে গড়ে উঠা দল। আমরা রাজপথ কাউকে ইজারা দেইনি। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো।

মন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী-বাঙালীদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। আর শেখ হাসিনা পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে সম্পীতির বন্ধন সৃষ্টি করেছেন। বর্তমানে পাহাড়ী-বাঙালীর মধ্যে আস্থার সঙ্কট নেই, বরং পাহাড়ে সম্পীতির বন্ধন সৃষ্টি হয়েছে। বিচ্ছিন্ন যেসব ঘটনা ঘটছে তা শুধু চাঁদাবাজির জন্য।