যশোর অফিস : মনিরামপুরের মশ্মিমনগর ইউনিয়নের নলতা মোড়ে পিকআপের ধাক্কায় কলেজ ছাত্র রোকনুজ্জামান শাওন (২০) মৃত্যু হয়েছে। সে মনিরামপুরের শাহাপুর গ্রামের শিক্ষক রবিউল ইসরামের ছেলে এবং মনিরামপুর ডিগ্রি কলেজের অর্নাস দ্বিতীয় বর্ষের (রাষ্ট্রবিজ্ঞান) ছাত্র।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে রাজগঞ্জ বাজারের এসএসসি পরীক্ষার কেন্দ্রে যেতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন শাওন। বাইকে পেট্রোল নেওয়ার জন্য নলতা মোড়ে গেলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। ওই সময় যশোরগামী একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি কয়েক গজ দূরে ছিটকে পড়ে রক্তাক্ত জখম হন। এরপর শাওনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মণিরামপুর থানার সেকেন্ড অফিসার এসআই তোবারক আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ হেফাজতে নেওয়া হয়নি।’