পূজা হবে স্বাস্থ্যবিধি মেনেই : সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী

প্রকাশঃ ২০২০-১০-১১ - ১৩:০২

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) : সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন, পূজা হবে স্বাস্থ্যবিধি মেনেই। এখানে কোন প্রকার আড়ম্বর বা অতিরিক্ত কোন কিছু করা ঠিক হবে না। কারণ আমরা এখনো করোনা পরিস্থিতি থেকে মুক্ত হতে পারিনি। তাই ধর্মীয় বিধি বিধান মেনে আমাদের এই পূজা উৎসব পালন করতে হবে। কোন ধরনের ভীড় বা জন সমাগম ঘটানো যাবে না। আরুতি প্রতিযোগিতা, ধর্মীয় বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কোন সুযোগ নেই। প্যান্ডেল, আলোক সজ্জা এ সব থেকে এবার বিরত থাকতে হবে। শুধুমাত্র মা’য়ের পূজা ও অঞ্জলি, মন্ত্রপাঠ এইগুলো আমাদের শাস্ত্র মতেই পালন করতে হবে। সকলকে মাক্স ব্যবহার ও হাত ধোয়ার পরিবেশ করতে হবে। শনিবার বিকেলে ডুমুরিয়া কেন্দ্রীয় কালিবাড়ি মঠ মন্দির কমিটি আয়োজিত আসন্ন দূর্গা পূজা উপলক্ষ্যে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। সাবেক মন্ত্রীর সভাপতিত্বে এবং শিক্ষক রঞ্জন কুমার জোয়ার্দার ও শিক্ষক সুনীল কুমার মন্ডলের সঞ্চলনায় অনুষ্টানে আরও বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ডাঃ সঞ্জীব কুমার দাস, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম, প্রকৌশলী তিমির কুমার মন্ডল, মঠ কমিটির সাধারণ সম্পাদক শিল্পপতি নির্মল চন্দ্র বৈরাগী, শিল্পপতি প্রফুল্ল্য চন্দ্র রায়, সহসভাপতি অনন্ত কুমার কুন্ডু, ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার, অধ্যাপক নারায়ণ চন্দ্র মন্ডল, শিশির কুমার সিংহ, প্রনব রাহা, শিক্ষক দেবাশীষ কুমার চন্দ, তপন কুমার সাহা, অশোক কুমার আচার্য্য, কবি তুষার দত্ত, বিভা রানী হালদার, গৌর চন্দ্র ঢালী, পরিতোষ কুমার বৈরাগী, প্রনব কান্তি সরদার ও প্রদীপ দেবনাথ প্রমুখ।