পেশাদার সাংবাদিকদের প্রণীত তালিকা ঘোষণার দাবী বিএমএসএফ’র

প্রকাশঃ ২০১৭-১২-১৬ - ১৮:২৭

ঢাকা :: সারাদেশের পেশাদার সাংবাদিকদের প্রণীত তালিকা অবিলম্বে ঘোষণার দাবী জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। ১৬ ডিসেম্বর সকাল ৭টায় মহান বিজয় দিবসে সাভার স্মৃতিসৌদে পূষ্পার্ঘ অর্পণকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সরকারের কাছে এ দাবী তোলেন। নেতৃবৃন্দ বলেন, গত ১২ ফেব্রুয়ারী ২০১৭ তারিখে সরকারের তথ্যমন্ত্রনালয়ের নির্দেশে বাংলাদেশ প্রেস কাউন্সিল সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ শুরু করে। দীর্ঘ ১০ মাস অতিবাহিত হলেও অদ্যবদি প্রণীত তালিকা ঘোষণা করা হয়নি। তাই অবিলম্বে সরকারকে সারাদেশের পেশাদার সাংবাদিকদের প্রণীত তালিকা ঘোষণার দাবী করেন। নেতৃবৃন্দ আরো বলেন, দেশের মুক্তিযোদ্ধা-রাজাকার, শিক্ষক-ছাত্র, আনসার-পুলিশ, সেনাবাহিনী-বিজিবি, মৎস্যজীবি-জেলে, ভিক্ষুক এমনকি গরু-ছাগল ও গাছেরও তালিকা সরকারের কাছে রয়েছে। কিন্তু অতীব দূ:খের বিষয় দেশে কর্মরত সাংবাদিকদের তালিকা সরকারের কাছে নেই। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের দাবীতে ২০১৩ সাল থেকে দাবী তুলে আসছিল। এরই ধারাবাহিকতায় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তথ্যমন্ত্রী মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ শুরু করেন। সংগঠনের পক্ষ থেকে আরো বলা হয় দীর্ঘদিন ধরে দেশের গণমাধ্যম অঙ্গনে ‘হলুদ সাংবাদিক’ নামে একটি কালো অধ্যায় অব্যাহত রয়েছে। সরকার প্রকৃত পেশাদার সাংবাদিকদের একটি জাতীয় তালিকা প্রণয়ন করলে দীর্ঘদিনের গণমাধ্যম ও সাংবাদিক অঙ্গনের এই কালো অধ্যায় থেকে সাংবাদিক সমাজ কলুষমুক্ত হবে বলে বিএমএসএফ আশা করছে। তাই অবিলম্বে সরকারের প্রেস কাউন্সিল কর্তৃক প্রণীত সাংবাদিকদের বহুপ্রতীক্ষিত তালিকাটি অবিলম্বে ঘোষণা করা হোক। পাশাপাশি সাংবাদিকদের এই তালিকা প্রণয়নের কাজের সাথে জড়িত প্রেস কাউন্সিলকে বার কাউন্সিলের আদলে আরো বেশি শক্তিশালী করে গড়ে তুলতে গণমাধ্যম বান্ধব বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করা হয়। বিএমএসএফ নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, স্বাধীনতার ৪৬ বছর পর মহাজোট সরকারের উদ্যোগে বাংলাদেশ প্রেস কাউন্সিল যে গতিতে সাংবাদিকদের এই তালিকা প্রণয়নের কাজ শুরু করছে তাতে একযুগেও তালিকা আলোর মুখ দেখবে কীনা যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই এখনি সময় সরকার প্রেস কাউন্সিলকে ঢেলে সাজাতে উদ্যোগী ভুমিকা পালন করা।
বিএমএসএফ নেতৃবৃন্দ সাভারে জাতীয় স্মৃতিসৌদে বীরমুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাস্বরুপ পূষ্পার্ঘ অর্পণ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সরকারের কাছে এ দাবী তোলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, আইন উপদেষ্টা এ্যাড. কাওসার হোসাইন, সহ-সভাপতি শামসুল আলম নিক্সন, প্রচার সম্পাদক জাহিদ হাসান, উপ-প্রচার সম্পাদক এসএম জীবন, ঢাকা জেলা কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, উপদেষ্টা কলিম এম জায়েদী, যুগ্ম-আহবায়ক উজ্জ্বল ভ্্ূঁইয়া, জালাল হোসেন, সাভার উপজেলা কমিটির সভাপতি মাইনুল হাসান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, আরিফুল মাসুম প্রমুখ। সমাবেশে বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবী সম্বলিত লিফলেট সরকারের মন্ত্রী-এমপি, প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা ও সাংবাদিকদের কাছে বিতরণ করা হয়। এদিকে মহান বিজয় দিবসে বিএমএসএফ’র সারাদেশের শাখা সংগঠনসমুহ বীরমুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে পূষ্পার্ঘ অর্পন ও আলোচনা সভার আয়োজন করে। সংগঠনটি সাংবাদিকদের প্রানের দাবী ১৪ দফা বাস্তবায়নের লক্ষে সারাদেশে মাসব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচী সফল করতে বিএমএসএফ’র সকল জেলা ও উপজেলার নেতৃবৃন্দের নিকট আহবান জানানো হয়।