প্রধানমন্ত্রীকে উন্নয়ন কমিটির অভিনন্দন

প্রকাশঃ ২০২৩-০১-২৩ - ১৬:৪০

বিজ্ঞপ্তি : বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নব নির্বাচিত নির্বাহী পরিষদের প্রথম সভায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার উন্নয়নে ব্যাপক বরাদ্দ প্রদান করায় ও বিভিন্ন প্রকল্প অনুমোদন দেওয়ায় তাকে আন্তরিক ও ধন্যবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেছেন, খুলনার যে সকল প্রকল্প বাস্তবায়নাধীন সেই সমস্ত প্রকল্পের যথাযথ ও গুনগত মান ঠিক রেখে অতি দ্রুত কাজ শেষ করতে হবে। সভায় এক প্রস্তাবে খুলনা শহরের ওয়াসা, স্যুয়ারেজ ও সিটি কর্পোরেশনের ড্রেনেজ ও সড়ক উন্নয়নে জন দুর্ভোগ কমাতে হবে এবং আসন্ন বর্ষা মৌসুমের পূর্বেই দ্রুত কাজ সম্পন্ন করার আহবান জানানো হয়। সভায় হাসপাতালসহ বিভিন্ন সেবা মূলক প্রতিষ্ঠানে সাধারণ মানুষের ভোগান্তি দুর করে সেবার মান বৃদ্ধির দাবি জানানো হয়। গত শনিবার অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি শেখ আশরাফ-উজ-জামানের সভাপতিত্বে, মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সহ-সভাপতি মো: নিজাম-উর রহমান লালু, শাহীন জামাল পন সাবেক সভাপতি শেখ মোশাররফ হোসেন, শাহীন জামাল পন, এড. কুদরত-ই-খুদা, অধ্যাপক মো: আবুল বাসার, মিজানুর রহমান বাবু, জোবায়ের আহমদ খান জবা, মামনুরা জাকির খুকুমনি, শেখ মোশাররফ হোসেন, মো: মনিরুজ্জামান রহিম, এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ হাসান ইফতেখার চালু, মীর বরকত আলী, মিজানুর রহমান জিয়া, মিনা আজিজুর রহমান, মো: মনিরুল ইসলাম মাস্টার, মফিদুল ইসলাম টুটুল, এস এম আকতার উদ্দিন পান্নু, মো: খলিলুর রহমান, এস এম আসাদুজ্জামান মুরাদ, শেখ আবিদ উল্লাহ্, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মোল্লা মারুফ রশীদ, অধ্যাপক মো: আযম খান, মো: মিজানুর রহমান টিংকু, আব্দুস সালাম, ইঞ্জি: রফিকুল আলম সরদার প্রমুখ।