খুলনা : আগামী ৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর খুলনা সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিষয়ক প্রেস ব্রিফিং বৃহস্পতিবার দুপুরে খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: হুমায়ুন কবির এ বিষয়ে ব্রিফ করেন।
পুলিশ কমিশনার জানান, প্রধানমন্ত্রীর আসন্ন খুলনা সফরে নিরাপত্তা নিশ্চিতকল্পে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিন স্তরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ঐ দিন প্রায় তিন হাজার পাঁচশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তা বিষয়ক পূর্ব প্রস্তÍতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিন নিরাপত্তার জন্য তাঁর চলাচলের রাস্তায় সকল প্রকার যানবাহন ও দোকানপাট সাময়িক বন্ধ থাকবে। সার্কিট হাউজের সম্পূর্ণ এলাকা এবং আশপাশ এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। জনসভাস্থলে আসার জন্য জনগণের যাতে কোন প্রকার অসুবিধা বা বিঘœ না ঘটে সেদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি রাখবে। মহিলাদের বসার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে এবং তাদের নিরাপত্তায় মহিলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে। বিভিন্ন জেলা থেকে আগত যানবাহন রাখার জন্য নগরীতে বিভিন্ন পয়েন্টে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে।
পরে তিনি সার্কিট হাউজ মাঠের নির্মাণাধীন সভামঞ্চ সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।