প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

প্রকাশঃ ২০২১-০৭-১৭ - ১৮:১৩

মনোজ রায় হিরু, পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারীতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। শনিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের লতিঝাড়ী (শিকটিহাড়ী) গ্রামে সদ্য হস্তান্তরিত ঘর পরিদর্শনে যান পঞ্চগড় জেলা প্রশাসনের এ দুই কর্তা ব্যক্তি। এসময় আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, ধামোর ইউ’পি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম দুলাল সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মুজিব বর্ষ উপলক্ষে চলমান প্রক্রিয়ায় উপজেলায় ”ক” ক্যাটাগরিতে প্রথম পর্যায় ১৯০ টি ঘর নির্মাণ করা হবে। এরমধ্যে ১৪৫ টি হস্তান্তর করা হয়েছে এবং ইতিমধ্যে ১৪০ টি উপকারভোগী পরিবার প্রধানমন্ত্রী’র দেয়া ঘরে বসবাস শুরু করেছেন। ঘর পরিদর্শনের পাশাপাশি এসব উপকার ভোগী পরিবারের মাঝে খাদ্য সহায়তাও প্রদান করা হয়।