ইউনিক ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের আট মাসের মধ্যে ৬ষ্ঠ বারের মত পদ্মা সেতু অতিক্রম করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহর শনিবার সকাল ৮ টা ৪৩ মিনিটে মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতুতে ওঠে। এর আগে প্রধানমন্ত্রী মাওয়া টোল প্লাজায় ৬ নম্বর লেন দিয়ে প্রবেশ করেন ৮ টা ৪২ মিনেট। বহরের ১২টি গাড়ির ১১ হাজার ৬ শ’ ৫০ টাকা টোল পরিশোধ করেন।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন জানান, পদ্মা সেতুর রূপকার প্রধানমন্ত্রী সকাল ৮টা ৫০ মিনিটে পদ্মা সেতু অতিক্রম করেন।
এরআগে প্রধানমন্ত্রী গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করে প্রথম সেতু অতিক্রম করেন। এর ১০ দিনের মাথায় ৪ জুলাই ছেলে সজিব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ পদ্মা সেতু পাড়ি দেন। ৪৯ দিনের মাথায় ১২ আগস্ট ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ পদ্মা সেতু পার হন সরকার প্রধান। গত ৭ অক্টোবর ১০৫ দিনের মাথায় বোন শেখ রেহানাকে সাথে নিয়ে চতুর্থবারের মত পদ্মা সেতু অতিক্রম করেছিলেন।
চলতি বছরের ৬ জানুয়ারি ৫ম বারের মত সেতু অতিক্রম করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।