প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে গড়ার লক্ষে কম্পিউটার প্রশিক্ষনের বিকল্প নেই -বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান- এমপি

প্রকাশঃ ২০১৭-০৭-৩০ - ২৩:২০

এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী থেকে: বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে গড়ার লক্ষে কম্পিউটার প্রশিক্ষনের বিকল্প আর কিছুই নাই। বেকারদের ঘরে বসে থাকলে কোন কাজ হবে না। তাদের হাতে কলমে প্রশিক্ষণ নিতে হবে। তিনি পঞ্চগড়ের আটোয়ারীতে গ্রামীন বেকার শিক্ষিত যুবদের বেসিক কম্পিউটার প্রশিক্ষন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে মির্জাপুর সমাজকল্যান ফেডারেশন এর বাস্তবায়নে আজ রবিবার (৩০জুলাই) দুপুরে মির্জাপুর ফেডারেশন হলরুমে ইউনিয়ন সমাজকল্যান ফেডারেশনের চেয়ারম্যান মোঃ দবিরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, জেলা জাসদের সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ সাত্তার। সভায় অন্যানের মধ্যে মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মির্জা নুরল ইসলাম হেলাল, মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ রাজ্জাক, সাবেক সভাপতি মোঃ মতিয়র রহমান, বিশিষ্ঠ ব্যবসায়ী চয়ন উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় ৪৫ জন কম্পিউটার প্রশিক্ষনার্থী, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি, গনমাধ্যমকর্মী সহ ফেডারেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৩ মাস মেয়াদী প্রশিক্ষনে ১৫ জন করে ১ বছরে মোট ৪৫ জন গ্রামীন বেকার শিক্ষিত যুবদের প্রশিক্ষন দেওয়া হবে বলে ফেডারেশন সুত্রে জানাযায়। #