প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছেন-নারায়ণ চন্দ্র চন্দ এমপি

প্রকাশঃ ২০২৩-০৩-২২ - ২০:৩৬

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মান এবং কওমী মাদ্রাসাকে স্বীকৃতি প্রদান করেছেন। সকল ধর্মের মানুষের প্রতি তাঁর সমান ভালবাসা রয়েছে। তিনি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ফুলতলার গাড়াখোলা দক্ষিণ-পশ্চিমপাড়া দফাদার পুকুর বটতলা ময়দানে বুধবার বিকালে জানাযার নামাজের স্থানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রতিষ্ঠানের সভাপতি মোঃ নূর মোহাম্মদ সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, সাবেক শিক্ষক সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ, সাবেক ইউপি সদস্য আঃ গণি গাজী, বণিক নেতা এস রবীন বসু, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস ও আব্দুল হাই গাজী। আঃ হাকিম বিশ্বাসের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আনোয়ার হোসেন বিশ্বাস, প্রদ্যুৎ কুমার বিশ্বাস, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মাহাবুব বিশ্বাস, মোঃ রোস্তম গাজী, মোঃ আতিয়ার রহমান বিশ্বাস, মোঃ শাহাজান গাজী, মোঃ আমজাদ আকুঞ্জী, ইউপি সদস্য মোঃ কামরুজ্জামান, হাজী ইউনুচ মোল্যা, সাবেক ইউপি সদস্য কবির মহলদার, টিটো বিশ্বাস প্রমুখ। পরে তিনি গাড়াখোলা দক্ষিণপাড়া কে এম এস ঘের মালিক সমিতির লিঃ এর সভাপতি মোঃ ইলিয়াস শেখ ও সাধারণ সম্পাদক লাভলু গাজীসহ নেতৃবৃন্দের সাথে খাল ও রাস্তা সংস্কার এবং বিদ্যুতের দাবিতে এক মতবিনিময় সভায় মিলিত হন।