প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোমিও চিকিৎসার উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছেন-নারায়ণ চন্দ্র চন্দ এমপি

প্রকাশঃ ২০২৩-০৬-১০ - ১৮:০৫

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, হোমিও চিকিৎসা বিজ্ঞানে শ্যামুয়েল হ্যানিম্যানের অবদান অনশিকার্য। হ্যানিম্যান হোমিও জগতের প্রবক্তা এবং ধারক বাহক হিসেবে এর ব্যাপক প্রসার ঘটিয়েছে। শুধু তাই নয় হোমিও চিকিৎসা এখন বিজ্ঞান সম্মতভাবে অনেক উন্নত হয়েছে। এ চিকিৎসার মাধ্যমে রোগীদের চিকিৎসা করতে হলে ডাক্তারদের ডায়াগোনোসিস্ট করতে হবে সঠিকভাবে। তবেই এর সুফল পাওয়া যাবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোমিও চিকিৎসার উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছেন। বর্তমান সরকার আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তার সাথে তাল মিলিয়ে হোমিও ডাক্তারদেরও বিজ্ঞান সম্মতভাবে এগিয়ে যেতে হবে।

শনিবার দুপুরে ফুলতলার গাজী হোমিও ফার্মেসী ও হোমিও প্যারামেডিকেল কলেজের আয়োজনে শ্যামুয়েল হ্যানিম্যানের ২৬৮ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শিক্ষামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। গাজী হোমিও প্যারামেডিকেল কলেজের অধ্যক্ষ গাজী আব্দুল আজিজের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ওসি মোহাম্মদ আব্দুল হক, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্ম, সমবায় কর্মকর্তা আসলাম হোসেন ভুইয়া। স্বাগত বক্তৃতা করেন ম্যাক্স ফেয়ার কোম্পানীর মালিক পক্ষের শারমিন বিনতে রেজা। প্রভাষক ফারুক হোসেন গাজীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীর ডেপুটি ম্যানেজার ডাক্তার জোহা আলম, খুলনার আঞ্চলিক কর্মকর্তা মোঃ আবু দাউদ, আওয়ামীলীগ নেতা শহীদুল্লাহ প্রিন্স, এস রবীন বসু, মোল্যা হেদায়েত হোসেন লিটু, শ্রমিকনেতা সনজিৎ বসু,  জাহিদ বিশ্বাস, মেহেদী আনাম রঞ্জু, নূর হোসেন অঞ্জন, মোঃ আসলাম হোসেন, রিফাত কাজী প্রমুখ।