প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের সরিয়ে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে-গোলাম পরওয়ার

প্রকাশঃ ২০২৪-১১-১৭ - ১৯:০৮

 তাপস কুমার বিশ্বাস, ফুলতলা (খুলনা)// বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এখন যে সরকার আছে এটা কোন নির্বাচিত সরকার নয়। এটা অন্তবর্তী সরকার। এদের কাজ দেশ শাসন করা নয়। ১৪, ১৮ ও ২৪ এর নির্বাচনে দেশের জনগন ভোট দিতে পারেনি। ছাত্রলীগ যুবলীগ আওয়ামীলীগ আর পুলিশ লীগ ভোট দিয়েছে। আমরা ভোট দিতে গেলে কেউ বলবে না, ভোট দেয়া হয়ে গেছে। দিনের ভোট রাতে হবে না। প্রধান উপদেষ্টা বিএনপি-জামায়াতসহ সবাইকে ডেকেছিল। আমরা বলেছি, সরকারের কাজ হলো একটি অবাধ গ্রহণযোগ্য অংশগ্রহণমুলক নির্বাচন দিয়ে বিদায় নেওয়া। গত ১৭ বছরে অত্যাচার জুলুমের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এসময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে জামায়াত। তাদের শীর্ষ নেতাদের জেল-জুুলুম-ফাঁসি দেওয়া হয়েছে। মাওঃ দেলোয়ার হোসেন সাঈদীকে জেলের ভেতর হত্যা করা হয়েছে। ১৫ বছর বিএনপি-জামায়াতের নেতা কর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। চাকরী হয়নি, জামায়াতের অফিসগুলো সব বন্ধ করে দিয়েছিল। ৫ আগস্ট তরুণ ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের বুকের উপর চেপে থাকা জগদ্বল পাথর সরিয়ে দিয়ে মুক্ত বাতাসের নিশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছে। এখন প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের সরাতে হবে। যারা ১৫ বছরে মানুষ খুন করেছে পুড়িয়ে মেরেছে তাদের এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই। তিনি আরও বলেন, বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসন এক দিন বা এক মাসে সম্ভব নয়। ইতোমধ্যে আমি মন্ত্রনালয়ে যোগাযোগ করে ভোলা বরিশালের বিভিন্ন জায়গা থেকে ১০টি পাম্প এনে স্বেচের ব্যবস্থা করেছি। অল্প দিনের মধ্যে পাম্পের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। শুস্ক মৌসুমে স্লাইচ গেটের সামনে পলি সরানোর কাজ শুরু হবে।

শনিবার (১৬/১১/২৪) বিকালে খুলনা জেলার ফুলতলা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ফুলতলার ডাবুর মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গওসুল আযম হাদী, অধ্যক্ষ সমীর কুমার ব্র², জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম, খুলনা জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী ইউসুফ ফকির, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, জেলা সভাপতি মোস্তফা আল মুজাহিদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খানজাহান আলী থানা আমির সৈয়দ হাসান মাহমুদ টিটো, ফুলতলা উপজেলা জামায়াতের সেক্রটারী মাওঃ শেখ ওবায়দুল্লাহ, জামায়াত নেতা শেখ মিজানুর রহমান, এ্যাড. ফিরোজ কবির, শেখ মো. আলাউদ্দিন, ফ ম আব্দুর রহমান, মাস্টার মফিজুল ইসলাম প্রমুখ। পরে সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে এক বিশাল মিছিল ফুলতলা এম এম কলেজ মাঠে গিয়ে শেষ হয়।