প্রশিক্ষণ প্রাপ্ত অটিজম শিশুরা সমাজের বোঝা নয় বরং সম্পদ -মুন্নুজান সুফিয়ান এমপি

প্রকাশঃ ২০১৮-০১-০৩ - ১৯:০৯

খুলনা অফিসঃ বেগম মুন্নুজান সুফিয়ান এমপি বলেছেন, অটিজম শিশুদের সমাজের বোঝা মনে না করে তাদেরকে সঠিক পরিচর্যা ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। সঠিকভাবে প্রশিক্ষিত করে গড়ে তুলতে পারলে তারাই দেশের সম্পদে পরিনত হবে।

বুধবার বেলা ১১টায় খুলনা টিটিসি মিলনায়তনে অনুষ্ঠিত ৫দিন ব্যাপী ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরোডেভেলপমেন্টাল ডিজএবিলিটিজ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কলেজ অধ্যক্ষ প্রফেসর শেখ হারুনর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সহসভাপতি বেগ লিয়াকত আলী। প্রশিক্ষক ছিলেন প্রফেসর ফাতেমা সুলতানা, সহযোগী অধ্যাপক বিপ্লব রহমান ও মাষ্টার ট্রেইনার দিলিপ কুমার বিশ্বাস। কর্মশালায় মঙ্গলা ও দাকোপ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাদ্রাসার সুপার ও অভিভাবকসহ ৪০ প্রতিনিধি অংশ নেন।