একটি জাতির উন্নতির সোপান হলো প্রাথমিক শিক্ষা। এজন্য প্রাথমিক বিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম।আমাদের দেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন পরিকল্পনা নেয়া হলেও বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংখ্যা কমছে। শিক্ষার্থী বৃদ্ধি করা বর্তমানে বিদ্যালয় তথা শিক্ষকদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিদ্যালয়ে শিক্ষার্থী কমে যাওয়ার কারণ নির্ধারণ এবং এর থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করতে পারলে বিদ্যালয়ে শিক্ষার্থী বৃদ্ধি করা সম্ভব। কারণগুলো এমন হতে পারে শিক্ষক- শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক কমে যাওয়া,পাঠদানে গতানুগতিক ধারা, দারিদ্র, অভিভাবকদের অসচেতনতা, প্রাইভেট/কিন্ডারগার্টেন গুলোর লোভনীয় ও আকর্ষণীয় প্রচার, ইংরেজি মাধ্যমে পড়ার মাধ্যমে নিজেদের সামাজিক অবস্থান বৃদ্ধির আকাঙ্ক্ষা। এছাড়া জন্মহার কমে যাওয়াও শিক্ষার্থী কমার অন্যতম কারণ। বিদ্যালয়ে শিক্ষার্থী বৃদ্ধির জন্য সবাইকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সরকারি সকল পরিকল্পনার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। শিক্ষক- শিক্ষার্থী সম্পর্ক দৃঢ় করে পাঠদান কে আকর্ষণীয় ও আনন্দদায়ক করতে হবে, শিক্ষকের ব্যক্তিত্ব ও জনপ্রিয়তা বৃদ্ধি, বিদ্যালয় কে শিশু বান্ধব,খেলার উপযোগী ও আকর্ষণীয় করে গড়ে তোলা, মিড ডে মিল কার্যক্রম চালু করা, ধর্মীয় শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রমিক এবং সাংস্কৃতিক কার্যক্রম কে জোরদার করা, সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত মা সমাবেশ, উঠান বৈঠক, অভিভাবক সমাবেশ করা।এসএমসি ও পিটিএ সদস্যদের আন্তরিকতা বৃদ্ধি, শিশুশ্রম আইনের যথাযথ ব্যবহারে সকলের সচেতন হওয়া এবং আমাদের সর্বস্তরের জনগণ ও শিক্ষকদের একান্ত প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী বৃদ্ধি করা সম্ভব। সরকার ও সংশ্লিষ্ট সকলের যথাযথ পদক্ষেপ এর মাধ্যমে বিদ্যালয় গুলো এই সমস্যা কাটিয়ে উঠতে পারবে বলে আশা করা যায়।
শেখকঃ এইচ এম সিহাব উদ্দীন ওমর সহকারী শিক্ষক উত্তরডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুলতলা, খুলনা।