প্রেরণা

প্রকাশঃ ২০২৪-০৯-২৩ - ০০:০৪

আমার দেখা স্বপ্নগুলো
সাজিয়ে দেয় মা,
সবার কাছে তা অমূলক
মানেই হয় না।

সাগর সমান আমার ত্রুটি
তা সবাই জানা,
তার মাঝেও মা খুঁজে পায়
মনি-মুক্তার দানা।

আমার কাছে সবাই হতাশ
ছাড়ে আশার হাল,
মা বলে তুই গেয়ে যা তো
কাটেনি তোর তাল।

সবার মতো তুই হলে আর
তোর মতো কে হবে?
তোর ভাবনার নতুন ছবি
তোকেই আঁকতে হবে।

আমার কত স্বপ্ন আমি
দেখি যে তোর চোখে,
ইনশাআল্লাহ সফল হবি
যে যাই বলুক তোকে।

লেখকঃ রেবেকা সুলতানা, সহকারী শিক্ষক।