রাজীব চৌধুরী, কেশবপুরঃ সোমবার ০৯ ই সেপ্টেম্বর ২০১৯ ইং বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সফল শিক্ষামন্ত্রী, আধুনিক কেশবপুরের রুপকার প্রয়াত এ.এস.এইচ.কে সাদেক সাহেবের ১২ তম মৃত্য বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আবু শরাফ সাদেক অডিটরিয়ামে । উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জনাব ইসমাত আরা সাদেক এম.পি । প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ শহিদুল ইসলাম মিলন সভাপতি যশোর জেলা আওয়ামীলীগ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মোঃ শফিউল আরিফ। স্মরণসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট ইদ্রিস আলী, প্রয়াত সাদেক সাহেবের ছেলে তানভীর সাদেক, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, কেশবপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মিলন মিত্র, শেখ এবাদত সিদ্দিক বিপুল সাংগঠনিক সম্পাদক কেশবপুর উপজেলা আওয়ামীলীগ, মফিজুর রহমান দপ্তর সম্পাদক কেশবপুর উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগের আহবায়ক ও প্যানেল মেয়র শহিদুজ্জামান শহিদ, ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ ।