ফকিরহাটে ইঁদুরের তাণ্ডবে দিশেহারা কৃষক

প্রকাশঃ ২০২৩-০১-১৯ - ১৩:০৩

ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাটে চলতি বোরো মৌসূমে ইঁদুরের আক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকের স্বপ্নের ফসল। কোনভাবেই রক্ষা করা যাচ্ছে না রোপন করা ধানের বীজ। ইঁদুরের উপদ্রবে দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক।

সরেজমিনে মাঠে গিয়ে দেখা গেছে, ইঁদুরের আক্রমণে মনে হচ্ছে ধারালো কাঁচি দিয়ে কেউ ধানখেত কেটে দিয়েছে। অনেক কৃষক ইঁদুর মারার জন্য ফাঁদ, বিষটোপ ব্যবহার করেও ফল পাচ্ছে না। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ক্ষতিগ্রস্ত কৃষকের বীজতলার এসব দৃশ্য দেখা গেছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলায় ৮ হাজার ৫শ’ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতোমধ্যে প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে উফসি ও হাইব্রিড ধান রোপন করেছে চাষিরা। তবে এর মধ্যে কি পরিমাণ জমি ইঁদুরের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিশ্চিত করতে পারেনি উপজেলা কৃষি বিভাগ।

ফকিরহাট সদরের বারাশিয়া গ্রামের কৃষক শেখ মনিরুজ্জামান জানান, উপজেলায় যত কৃষক আছেন, প্রত্যেকেই ইঁদুরের উৎপাতে কম-বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তার ৩০ কাঠা জমির বোরো ধানের বীজ কেটে দেওয়ায় আবার নতুন করে বীজ রোপন করতে হচ্ছে। এতে শ্রমিক ও নতুন বীজ কিনতে দ্বিগুণ খরচ বাড়ছে। সাথে বাড়ছে ভবিষ্যতের ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কা। বাজারে যত ধরনের ইঁদুর মারার ওষুধ আছে, সব ব্যবহার করছেন কৃষকেরা। তবু ইঁদুরের উৎপাত কমছে না। যোগাযোগ করেও উপজেলা কৃষি অফিস থেকে কোন সহায়তা বা পরামর্শ না পেয়ে হতাশা প্রকাশ করেন তিনি।

একই ব্লকের একাধিক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবছর ইঁদুর নিধনে র‌্যালি আর সভা হয়। কিন্তু ইঁদুর নিধনের কোন কার্যক্রম মাঠে দেখতে পাওয়া যায় না। স্থানীয় লোকজনের ভাষ্য, ইঁদুর নিধন কর্মসূচি কৃষকদের কাছে হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে উপজেলা কৃষি বিভাগ বলছে, তারা ইঁদুর নিধনে প্রতিবছর অক্টোবরে মাসব্যাপি কৃষকদের সচেতন করেন।

আট্টাকী গ্রামের আ. গফুর শেখ বলেন, ‘মাছের ঘেরের মধ্যে লাগানো ১ বিঘা জমিতে ইঁদুরের আক্রমণে ৪ কাঠা জমির ফসল সম্পুর্ণ নষ্ট হয় গিয়েছে।’ এতে তার প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। পার্শ¦বর্তী জাকির মোড়ল, মো: কুদ্দুসসহ বেশ কয়েকজন কৃষকের একই অবস্থা বলে জানা গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো: নাছরুল মিল্লাতের কাছে ইঁদুরের উপদ্রব বিষয়ে জানতে চাইলে তিনি সংবাদকর্মীদের মাঠ পর্যায়ের কোন তথ্য দিতে পারেনি। ইঁদুরের আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকের সংকটময় মুহুর্তে কৃষি বিভাগ কিভাবে চাষীদের পাশে থাকবেন সে বিষয়টিও তিনি স্পষ্ট করেননি।