ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে এসবিসিসি সংক্রান্ত সচেতনামূলক উপজেলা ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় নারীর প্রতি সহিংসতা, জেন্ডার ভিত্তিক সহিংসতা, যৌন হয়রানী, নারীদের মৌলিক অধিকার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।
আরআরএফ এর আয়োজনে মঙ্গলবার (২১ মার্চ) দিনব্যাপি এই কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম।
ইউএনএফপিএ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর নার্গিস আনিসা পিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, আরআরএফ এর সকল বিভাগ ও প্রজেক্টের পরিচালক অরুন কুমার বিশ্বাস, আরআরএফ এর কর্মকর্তা খাালেদা নার্গিস প্রমূখ। এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, গনমাধ্যমকর্মী ও এনজিওকর্মী উপস্থিত ছিলেন।