ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বিভিন্ন এলাকা থেকে নাশকতার অভিযোগে জামায়াত-বিএনপির ৬সদস্যকে আটক করেছে মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, গত ৫ ফেব্রুয়ারি রাতে মডেল থানার সেকেন্ড অফিসার এসআই বিধান চন্দ্র রায় ও এসআই স্বপন কুমার সরকার পৃথকভাবে বেতাগা, পিলজংগ, বৈলতলি ও পাগলা শ্যামনগর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে। আটককৃতরা হলেন জামায়াত সদস্য পাগলা শ্যামনগর গ্রামের আঃ আজিজের পুত্র মোঃ আইয়ুব আলী (৫০), বিএনপি কর্মী পিলজংগ এলাকার আঃ সাত্তার মসাদীর পুত্র মোঃ ইশারাত মসাদী (৪৫), একই এলাকায় শেখ নবির উদ্দিনের পুত্র শেখ আঃ সালাম (২৯), শেখ নিজাম উদ্দিনের পুত্র শেখ জাহাঙ্গির হোসেন (৩৯), বেতাগার মৃত শেখ আলতাফ হোসেনের পুত্র শেখ আলিমুল রাজু (৩৪) ও বৈলতলি গ্রামের মৃত হাতেম মোল্লার পুত্র মোঃ আফজাল মোল্লা (৪৫)। আটককৃতদের মধ্যে আইয়ুব আলীকে ১টি নাশকতা মামলা ও অন্যদের একটি বিস্ফোরক মামলায় ৬ ফেব্রুয়ারি জেল হাজতে প্রেরণ করেছে।