ফকিরহাট : ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে চোরাই গরুসহ চোর সিন্ডিকেটের তিন সদস্যকে আটক করেছে মডেল থানা পুলিশের একটি দল। এসময় তাদের ব্যবহৃত গরু বহনের পিকআপ ভ্যানটি জব্দ করেছে। পুলিশ জানায়, গোপনে সংবাদ পেয়ে বৃহস্পতিবার ভোররাতে এসআই মো. রফিকুল ইসলাম, এসআই প্রতাপ সিংহসহ সংগীয় পুলিশ ফোর্স কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।আটককৃত হলো ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামের মৃত শামসুর শেখের পুত্র হেকমত আলী শেখ (৪৮), যশোর খোলাডাঙ্গা এলাকার মৃত মো. ইসরাফিলের পুত্র মো. সাইফুল ইসলাম শুকুর (৫১) ও বাগেরহাট সদরের সোনাডাঙ্গা এলাকার টুকু শেখের পুত্র আসাদুল শেখ (২৪)। এসময় অজ্ঞাত আরো ২/৩ জন পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।মডেল থানার ওসি মু. আলিমুজ্জামান, আটককৃত চোরচক্রটি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে ওই গরু দুইটি মাগুরা এলাকা থেকে চুরি করে নিয়ে এসছে। গরু দুটির মালিককে খোজা হচ্ছে। এ ব্যাপারে মডেল থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।