ফকিরহাটে দাঁড়িয়ে ধাকা ট্রাকের পিছনে ড্রাম ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

প্রকাশঃ ২০২৩-০৪-০১ - ১০:৪২

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় ড্রাম ট্রাকের হেলপার শেখ কালু মিয়া (৩৫) নিহত হয়েছেন। এসময় চালক শামীম হাসান (৪০) গুরুত্বর আহত হয়েছেন। নিহত হেলপার শেখ কালু মিয়া সাতক্ষীরার কালামনগর এলাকার শেখ লালু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কয়লা ভর্তি ট্রাকের পেছনে ঢাকাগামী পাথর বোঝাই ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে। এতে ড্রাম ট্রাক হেলপার শেখ কালু মিয়া ঘটনাস্থলে নিহত হন। এসময় আহত চালক শামীম হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খবর পেয়ে হাউওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।