ফকিরহাটে পাগলা-দেয়াপাড়া চলাচলে অনুপোযোগী রাস্তা পরিদর্শন

প্রকাশঃ ২০২৩-০২-১৪ - ১৩:৪৪

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা-দেয়াপাড়া চলাচলে অনুপোযোগী একটি ইটের রাস্তা পরিদর্শণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। পরে তিনি লাল ফিতা কেটে রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন। এ সময় রাস্তার পাশে গাছের চারা রোপন করেন। তিনি রাস্তাটি আরো বড় ও পাকা করার জন্য আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অসিম কুমার দেবনাথ, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সেখ শামসুর রহমান, সেখ খলিলুর রহমান, সৈয়দ আলী ফকির, শামিম সেখ, লিটন সেখ, কেয়ামুদ্দিন সেখ, ছালাম সেখ, ফারুক সেখ, সালাম শরিফ প্রমূখ।

স্থানীয়রা জানান, ফকিরহাট ইউনিয়নের পালেরহাট মোড় থেকে পাগলা-দেয়াপাড়া এক কিলোমিটারের অধিক ইটের রাস্তাটি দীর্ঘদিন যাবৎ চলাচলে অনুপোযোগি হয়ে পড়েছে। ফলে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছে এলাকাবাসী। এমতবস্থায় একটি মোবাইল ফোন কোম্পানীর কর্মকর্তা ও সমাজসেবক পাগলা-দেয়াপাড়া গ্রামের বাসিন্দা ফেরদাউস আলম রাস্তাটি সংস্থারের উদ্যোগ গ্রহন করেন। আগামী বৃহস্পতিবার থেকে সংস্কারের কাজ শুরু হবে বলে জানা গেছে।