ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পুষ্টি বিষয়ক প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় মূলঘর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শিশির কুমার বসুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান এডভোকেট হিটলার গোলদার, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর। সঞ্চালনা করেন উপজেলা সেনিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র।
এসময় ইউপি সচিব মো. সোহেল রানাসহ বিভিন্ন ইউপি সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।