ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নারী সহ ৫জন আহত হয়েছে। আহতের মধ্যে দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছে। ভুক্তভোগীরা জানান, ৮এপ্রিল (বুধবার) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ গ্রামের এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন মোঃ শাহিদ খান (৪৫), তার স্ত্রী পারভীন বেগম (৩৫), কন্যা রাবেয়া খাতুন (২০), ভাই রহিম খান (৫০) তার স্ত্রী আকলিমা বেগম (৪০)। আহতরা জানান, প্রতিপক্ষরা ৫/৬জন মিলিত হয়ে পূর্ব শত্রুতার জের ধরে তাদেরকে হামলা করে। ঘটনাটি মডেল থানা পুলিশকে অবহিত করেছে ভুক্তভোগী পরিবার। এছাড়াও পরিবারটি জান ও মালের ক্ষতির আশংকায় প্রতিপক্ষ উক্ত গ্রুপের একই এলাকার মুরাদ খান, নওয়াব আলী খান, রবিউল খান সহ তিন জনের বিরুদ্ধে সম্প্রতি ফকিরহাট মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেন বলে জানা গেছে।