ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ৩ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। এসময় বীজ সংরক্ষণের জন্য ৭০জন কৃষককে ড্রাম বিতরণ করা হয়।
বুধবার (২৬ এপ্রিল) সকালে ৩০ জন কিষাণ-কিষাণী নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ উপপরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার এইচসএম জাহাঙ্গীর আলম, বাগেরহাট খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আব্দুস সামাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ ও কিষাণ-কিষাণী। পরে বীজ সংরক্ষণের জন্য কৃষক;েদর মাঝে ড্রাম বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, ২৭৮ কোটি টাকার ‘তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পটি ৫ বছর মেয়াদে ২৫০টি উপজেলায় বাস্তবায়িত হবে। এর মাধ্যমে প্রচলিত শস্য বিন্যাসে কৃষিগবেষণা প্রতিষ্ঠানের পরিক্ষীত স্বল্পমেয়াদি তেল ফসলের আধুনিক জাত অন্তর্ভুক্ত করে সরিষা, তিল, সূর্যমুখী, চীনাবাদাম, সয়াবিনসহ তেল ফসলের আবাদ এলাকা ২০% বৃদ্ধি করা হবে।