ফকিরহাটে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন এর উদ্বোধন

প্রকাশঃ ২০২৩-০৩-২০ - ১১:৪৮

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার সদরে এই স্টেশনের উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। এ সময় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডের জেনারেল মোঃ মাইন উদ্দিন, বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম অরিফুল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট স্টেশনের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ,

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ফকিরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন শেষে সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের একটা বড় সাফল্য দেশের প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিসের সেবা পৌঁছে দেওয়া। এর মাধ্যমে আগুনসহ বিভিন্ন দুর্ঘটনা ও দুর্যোগে মানুষের যানমালের ক্ষয়ক্ষতি কম হয়। ফকিরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের মাধ্যমে এই এলাকার মানুষ উপকৃত হবে বলে মন্তব্য করেন তিনি।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডের জেনারেল মোঃ মাইন উদ্দিন বলেন, বর্তমান সরকার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উন্নয়নে ব্যাপক কাজ করেছেন। আরও কাজ চলমান রয়েছে। নওয়াপাড়া-মোল্লাহাট মহাসড়কেও একটি ফায়ার সার্ভিস স্টেশন করার ঘোষণা দেন সংস্থাটির শীর্ষ এই কর্মকর্তা।