ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে রোববার দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো: মহিবুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মনোয়ার হোসেন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীস কুমার নন্দী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেনিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র।
এসময় এমপিইপিআই মো: কামাল হোসেন সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ৬ মাস থেকে ৫বছরের কম বয়সী শিশুদের ভিটামিন “এ” খাওয়ানো হবে।