ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশ পৃথক দু’টি এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে। এছাড়া বাগেরহাট ডিবি পুলিশের অভিযানে শুভদিয়া এলাকা থেকে আরো এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট থেকে গাঁজা উদ্ধার হয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে গোপনে সংবাদ পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার দাশের নেতৃত্বে পুলিশের একটি দল ছোটবাহিরদিয়া গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তরিকুল ইসলাম রাসেল (৪৫) কে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশী করে একশ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত মাদককারবারি ছোটবাহিরদিয়া গ্রামের এসএম কাদেরের ছেলে।
অপরদিকে, একই রাতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেনের নেতৃত্বে সংগীয় পুলিশ ফোর্স ছোট হোচলা গ্রামে অভিযান চালিয়ে রাজিব শেখ (২২) কে গ্রেফতার করেছে। এসময় তার নিকট থেকে ৪৫গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাজিব শেখ ছোট হোচলা গ্রামের নুরমোহম্মদ শেখের ছেলে।
এছাড়া, গত বৃহস্পতিবার রাতে বাগেরহাট ডিবি পুলিশের অভিযানে শুভদিয়ার তেকাঠিয়া গ্রাম থেকে মেহেদী হাসান শেখ (৩৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এসময় তার নিকট থেকে একশ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। মাদক বিক্রেতা মেহেদী হাসান তেকাঠিয়া গ্রামের আ. গরি শেখের ছেলে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান, পৃথক অভিযানে মাদকসহ তিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন এ ব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা হয়েছে।