বাগেরহাট : বাগেরহাটের ফকিরহার উপজেলার বল্লভপুরে গাঁজা সেবন কালে গাজাসহ এক যুবককে ভ্রাম্যমান আদালত সাজা প্রদান করেন। সূত্রে জানা যায় ফকিরহাট উপজেলার বল্লভপুর গ্রামের চিত্তরঞ্জন বিশ্বাসের পুত্র সুমন বিশ্বাস (৩২) গাজা সেবন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা বিভাগিয় মাদক দ্রব্য অধিদপ্তরের একটি চৌকশ টিম উক্ত ভুবককে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময় ফকিহাট উপজেলার সহকারী কমিশনার ভূমি রহিমা সুলতানা বুসরা মাদক আইনে তাকে নগদ জরিমানাসহ সাজা প্রদান করেন।