ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলার শারীরিক প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্রটি দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এলাকাবাসীর দাবি কেন্দ্রটি পুনরায় চালু করা হোক। উপজেলা প্রশাসন বলছে আমরা কেন্দ্রটি দ্রুত চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাগেরহাটের ফকিরহাটে ১৯৮৭ সালের জুন মাসে এটি চালু হয়। প্রতিষ্ঠানে ১বছর মেয়াদি তিনটা ট্রেডে ১০জন করে মোট ৩০ জন প্রশিক্ষণ দেওয়ার সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটি চালু থাকা কালীন এখান থেকে ৩৫৬ জন প্রতিবন্ধী ছেলে প্রশিক্ষণ গ্রহণ করেছে। প্রশিক্ষণপ্রাপ্তরা কর্তৃপক্ষের সহায়তায় অনুদান নিয়ে স্বাবলম্বী হয়েছেন। কিন্তু প্রশিক্ষণার্থীদের আবাষিক ভবন বসবাসের অনুপোযোগি হওয়াসহ বিভিন্ন কারণে ২০১২ সালের সেপ্টেম্বরে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। ফলে বিভিন্ন ট্রেডের মূল্যবান যন্ত্রপাতী নষ্ট হয়ে যাচ্ছে।
দীর্ঘদিন বন্ধ কেন্দ্রটি চালু করা হলে সমাজের অবহেলিত প্রতিবন্ধীরা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের স্বাবলম্বী করতে পারবে। অন্যদিকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। প্রতিষ্ঠানটি পুনরায় চালু করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
কেন্দ্রের প্রশিক্ষক আব্দুস সাত্তার জানান, বর্তমানে প্রতিষ্ঠানটিতে নিবাসীদের হোস্টেল বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ রয়েছে। শুধুমাত্র একটি নিবাসী ভবন থাকার উপযোগী করলে এবং মেশিনারি রিপিয়ারিং করলে পুনরায় এই কেন্দ্রটি চালু করা সম্ভব হবে।
ফকিরহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতীশ সরকার বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা কেন্দ্রটি সরজমিনে পরিদর্শন করে গেছেন। আমরা আশা করছি দ্রুত এটি পুনরায় চালু করার অনুমোদন পাবো।
উপজেলা নির্বাহী অফিসার মো: মনোয়ার হোসেন বলেন, প্রতিষ্ঠানটি পুনরায় চালু করার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হয়েছে।