ফকিরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করণের লক্ষ্যে চেকপোষ্ট বসানো সহ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার কাটাখালী অভিযানকালে সামাজিক দুরত্ব বজায় না রাখার অভিযোগে ২৩জনকে মোট ৫হাজার ৯শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের পরিচালক ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা। এনসময় ভ্রাম্যমান আদালতের পেশকার শেখ রুস্তম আলী সহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। অপরদিকে টাউন-নওয়াপাড়া এলাকায় চেকপোষ্ট ও অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজিজুল ইসলাম। উল্লেখ্য, কোনভাবে যেন ঠেকানো যাচ্ছেনা সামাজিক দুরত্ব। নানা অজুহাতে বের হচ্ছেন সাধারন জনগন।