ফটিকছড়ি সুয়াবিল ইউনিয়নে টিকা কার্যক্রম শুরু

প্রকাশঃ ২০২১-০৮-০৭ - ১৮:০৫

চট্টগ্রাম ব্যুরো:চট্টগ্রামের ফটিকছড়ি ১১ নং সুয়াবিল ইউনিয়নে টিকা কার্যক্রম শুরু হয়েছে। ৭ আগস্ট সকালে বারমাসিয়া আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে টিকা কার্যক্রম উদ্বোধন করেন  সুয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সেক্রেটারি মোহাম্মদ জসিম, উদ্যোক্তা মোঃ আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মনসুর, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাধন চৌধুরী, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আপন কূর্মী, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিন্টু কুমার চৌধুরী, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ডাক্তার বেলাল উদ্দিন, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুর রহমান, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হোসাইন, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রনি বাহাদুর লামা, ও মহিলা সদস্য ১২৩ শিলা দে,৪৫৬ লাভলী আক্তার, ৭৮৯ বিবি মরিয়ম।

এতে আরো উপস্থিত ছিলেন  সুয়াবিল আওয়ামীগ আহাব্বায়ক মোঃ হোসেন তালুকদার,

সুয়াবিল যুবলীগ আহব্বায়ক সুমন সিকদার , আওয়ামীলীগ নেতা মোঃ এনাম, দিদার, জলিল জাহাঙ্গীর,  মোরশেদ তালুকদার,আবু তাহের।

এছাড়া স্কুল শিক্ষক, বাবলা কুমার দে, দিলীপ কুমার নম, কৃষ্ণ ধন শীল, পারমিতা সরকার, স্বাস্থ কর্মী মোজাহেরুল হক, গৌরী চক্রবর্তী, তনুশ্রী দে, ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ, জয় পদ চন্দ, আরাফাত, মানিক, ইহাম, নঈম, সাইমন, মোস্তাকিম, তানভির, হাসান, আকবর।