আবু হোসাইন সুমন, মোংলা : ফাদার মারিনো রিগনের মরদেহবাহী বিমান বাহিনীর একটি হেলিকপ্টার রবিবার সকাল পৌনে ১০টায় মোংলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অবতরণ করেন। এরপর সেখান থেকে লাশবাহী ট্রাকে বিশেষ নিরাপত্তার মধ্যদিয়ে উপজেলা পরিষদ মাঠে নেয়া হয়। উপজেলা মাঠে রিগনের মরদেহকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয়। পরে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনগুলো। এরপর রিগনের শবদেহের কফিন নেয়া হবে শেহলাবুনিয়ার সেন্ট পলস হাসপাতাল ও সেন্ট পলস স্কুলে। সর্বশেষ রিগনের দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত শেহলাবুনিয়ার বাসভবন ও ক্যাথলিক গীর্জা প্রাঙ্গনে নেয়া হবে। সেখানে ধর্মীয় আচার-আচরণ শেষে গীর্জার সম্মুখে প্রস্তুত রাখা সমাধীতে সমাহিত করা হবে। তবে দুপুরের পর দেড়টা কিংবা দুইটার দিকে তাকে সমাহিত করা হতে পারে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম। উল্লেখ্য, ফাদার মারিনো রিগন মোংলায় থাকাকালীন ২০১৪ সালের ফেব্রæয়ারীতে অসুস্থ্য হয়ে পড়লে তার পরিবারের লোকজন তাকে ইতালিতে নিয়ে যান। এরপর সেখানেই তিনি মারা যান। মারা যাওয়ার এক বছর পর তার শেষ ইচ্ছানুযায়ী রবিবার মরদেহ মোংলায় আনা হয়। মোংলার শেহলাবুনিয়ার ক্যাথলিক গীর্জার সামনেই তাকে সমাহিতের প্রস্তুতি চলছে।