ফিলিস্তিনে হামলার প্রতিবাদে দাকোপে বিক্ষোভ সমাবেশ

প্রকাশঃ ২০২৩-১০-১৮ - ১৭:০৬

দাকোপ প্রতিনিধি : ফিলিস্তিনে বর্বরোচীত হামলায় নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে দাকোপে উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জোহর নামাজ বাদ উপজেলা হেড কোয়াটার জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা এবং ইসরাইল বিরোধী প্লাকার্ড হাতে শত শত মানুষ মিছিল সহকারে এসে যোগ দেয়। উপজেলা ইমাম পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ অজিহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সহসভাপতি হাফেজ শওকত ওসমান, সাধারণ সম্পাদক মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা তাবারক হোসাইন, মাওলানা মুফতী মোস্তাফিজুর রহমান, মাওলানা ইকবাল হোসেন, মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতী আহসান হাবীব, মুফতী আব্দুস সাত্তার, মাওলানা সোহরাব হোসাইন, মাওলানা আবুল হাসান, হাফেজ রবিউল ইসলাম, হাফজ মাসুম বিল্লাহ, মাওলানা জাকারিয়া, মাওলানা আতিকুর রহমান, মাওলানা ইয়াদুল ইসলাম, হাফেজ আকতারুল ইসলাম, জি এম আজিজুল হক, মাওলানা আল আমিন, আলহাজ্ব আবু দাউদ শেখ। সমাবেশে বক্তারা ইসরাইলীদের বর্বরোচীত হামলায় ফিলিস্তিনের হাজার হাজার নারী শিশুদের নৃশংস্য হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব এবং পুতুল জাতি সংঘের মদদে নিজ ভূমি থেকে দখলদার ইসরাইলীরা ফিলিস্তিনিদের হত্যা নির্যাতন চালিয়ে বিতাড়িত করছে। মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদের পবিত্রতা নষ্ট করছে। গাজায় মানবিক সহায়তা এবং সকল হামলা বন্দের দাবী জানিয়ে তারা বলেন অবৈধ দখলদার এবং তাদের দোসরদের বিরুদ্ধে বাংলাদেশের মহান সংসদে নিন্দা প্রস্তাব গ্রহন এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে আন্তর্জাতিক পর্যায়ে সরকারের ভূমিকা রাখার দাবী জানান। সমাবেশ শেষে ইসরাইল আমেরিকা বিরোধী প্লাকার্ড ব্যানারসহ বিশাল এক বিক্ষোভ মিছিল চালনা বাজার প্রদক্ষিন করে।