ফুলতলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের দামোদর শাখা অফিসের উদ্বোধন

প্রকাশঃ ২০২৫-০১-০২ - ১৮:১৪

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ এর দামোদর ইউনিয়ন শাখার শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা বৃহস্পতিবার বিকালে ফুলতলার নতুনহাট বাজারে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের উপজেলা সভাপতি ক্যাপ্টেন (অবঃ) আতিয়ার আকুঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামিরা ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম সরদার, লোকমান মোল্যা, মনিরুজ্জামান, শ্যামল ঘোষ. সালাম বিশ^াস, হুমায়ুন কবির, মোঃ রফিকুল বারী, খাজা মঈন উদ্দিন, সাংবাদিক মামুন মোল্যা প্রমুখ। পরে অতিথিবৃন্দ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ এর দামোদর ইউনিয়ন শাখার শুভ উদ্বোধন করেন।