ফুলতলা (খুলনা) প্রতিনিধি//ফুলতলা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় সভা সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্ম, শেখ মিজানুর রহমান, অধ্যক্ষ আছম আঃ রহিম, ওসি (তদন্ত) মুক্তরায় চৌধুরী পিপিএম (বার), এসআই দোলা রাণী দে, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, সরদার মনিরুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা খাতুন, আওয়ামীলীগ নেতা আবু তাহের রিপন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, আনন্দ কুমার স্বর, অধ্যক্ষ শিক্ষক অজয় কুমার চক্রবর্তী, ইউপি সদস্য খলিলুর রহমান, বিকাশ রায়, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। সভায় মাদক নিয়ন্ত্রনের উপর গুরুত্ব দেয়া হয়। সভায় উপজেলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন, ইফটিজিং ও বাসষ্টান্ডে বিভিন্ন যত্রতত্র গাড়ী পার্কিং না করার পরামর্শ দেয়া হয়।