ফুলতলা (খুলনা) প্রতিনিধি// আগামী ১৬ ডিসেম্বর ফুলতলা উপজেলা বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে “সবার আগে বাংলাদেশ উৎসব” পালিত হবে। এদিন বিকাল ৩টায় বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা ও থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষে ইতোমধ্যে প্রত্যেটি ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে চলছে গণসংযোগ কর্মী সভা ও মিছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। উদ্বোধন করবেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুলসহ কেন্দ্রীয় ও জেলা এবং মহানগর শাখার নেতৃবৃন্দ । এদিকে বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, দীর্ঘদিন পর এ এলাকায় বিএনপির সর্ববৃহৎ অনুষ্ঠান হতে যাচ্ছে। অনুষ্ঠানকে পন্ড করতে দলের ভেতর ঘাপটি মেরে থাকা কতিপয় স্বার্থান্বেষী এবং রাজনৈতিক প্রতিপক্ষরা যড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই অংশ হিসেবে ওই মহল কয়েকটি পত্রিকাতে বাংলাদেশ উৎসব কুপন নামে র্যাফেল ড্র আয়োজন করা হয়েছে বলে জনগনের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে । ইতিপূর্বে বাংলাদেশ উৎসব কুপন প্রত্যাহার করা হয়েছে। এ ধরনের মিথ্যা তথ্য পরিবেশন না করার জন্য সংশ্লিষ্টদের আহবান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, যুগ্ম আহবায়ক এনামুল হোসেন পারভেজ, মোল্যা মনিরুল ইসলাম, দামোদর ইউনিয়ন বিএনপির আহবায়ক জামাল হোসেন ভুইয়া, বিএনপি নেতা মশিউর রহমান বিপ্লব, মোতাহার হোসেন কিরণ, রবিউল ইসলাম রবি, ইব্রাহীম সরদার, মহিলা দলের সভাপতি মিতা পারভীন, সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানা, টিটো জমাদ্দার, শেখ আলমগীর হোসেন, শরিফুল ইসলাম মিকু, আঃ রউফ গাজী, শাহীন আজাদ, তুহিন খন্দকার, আলিমুল রেজা লাবু, শ্রমিকদল নেতা জাহিদুল ইসলাম লাভলু প্রমুখ।